কুলাউড়ায় ভোটার উপস্থিতি কম
মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়া উপজেলা নির্বাচনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। দেশের ৯৬টি উপজেলার মতো কুলাউড়াতেও বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচনে উপজেলায় ২ লাখ ১১ হাজার ১৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৭২২ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ২৫০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুল ইসলাম (কাপ-পিরিচ), বিরোধী দল বিএনপি ও ১৯ দলের প্রার্থী জেলা বিএনপির এম নাসের রহমান গ্রুপের সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান (আনারস), কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি খালেদা রব্বানী গ্রুপের প্রার্থী শওকতুল ইসলাম (দোয়াত-কলম), জাতীয় পার্টি নেতা গিয়াস মিয়া (টেলিফোন) ও জাসদ উপজেলা শাখার অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু (তালা), উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক গৌরা পদ দে (বৈদ্যুতিক বাতি), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল (টিয়া পাখি), ১৯ দলের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল (মাইক), উপজেলা জামায়াতের রাজনৈতিক সম্পাদক রাজানুর রহিম ইফতেখার (চশমা) ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ (বই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা (কলস) ও জাসদ পৌর শাখার সভানেত্রী নেহার বেগম (ফুটবল) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজারের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আলমগীর হোসেন দ্য রিপোর্টকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
(দ্য রিপোর্ট/টিএফ/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)