দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই বলে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আর এই খবরে কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ে। গত ১১ ডিসেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ৪১.৯ টাকা। যা ৫ কার্যদিবসের টানা উত্থানে ১৯ ডিসেম্বর লেনদেন শেষে ৫৭ টাকায় দাঁড়ায়। এ হিসাবে দর বাড়ে ১৫.১ টাকা বা ৩৬.০৪ শতাংশ। তবে ডিএসইর খবরে মঙ্গলবার ২.৩ টাকা দর কমেছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

(দ্য রিপোর্ট/আরএ/ডিসেম্বর ২০, ২০১৬)