দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক মহাত্মা গান্ধীর ব্যবহৃত চরকা নিলামে এক লাখ এক হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

১৯৩০ সালের শুরুর দিকে পুনের ইয়েরওয়াদা কারাগারে বন্দি অবস্থায় ওই চরকা দিয়ে কাপড় বুনতেন মহাত্মা গান্ধী।

মহাত্মা গান্ধী ১৯৩৫ সালে চরকাটি মার্কিন ধর্মযাজক ড. ফ্লয়েড এ. পুফার নামে এক ফ্রি মেথোডিস্ট মিশনারিকে দিয়ে দেন।

নিলামকারী প্রতিষ্ঠান মুলোকস জানায়, টেলিফোনে ব্রিটেনের একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি চরকাটি কিনে নিয়েছেন।

প্রত্যাশার চেয়েও বেশি দামে চরকাটি বিক্রি করা হয়েছে বলে নিলাম হাউসে কর্মরত রিচার্ড ওয়েস্টউড জানিয়েছেন।

প্রসঙ্গত, অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর ব্যবহার্য জিনিসপত্র সংগ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এর আগেও তার ব্যবহার্য জিনিসপত্র নিলামে বিক্রি করা হয়েছে।

চলতি বছরের মে মাসে তার ব্যবহৃত স্যান্ডেল, শাল ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র দুই লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়।

গতবছর তার ব্যবহৃত চশমা ৩৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)