খাগড়াছড়ির ৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার ৬টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
উপজেলাগুলো হলো- খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, মহালছড়ি এবং রামগড়।
৬টি উপজেলায় বিএনপি-আওয়ামী লীগ ও আঞ্চলিক দলসহ চেয়ারম্যান পদে ২৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলাগুলোয় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩৮ জন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৪৭৯ জন পুরুষ এবং ১ লাখ ৪৪ হাজার ৬৫৯ জন নারী ভোটার রয়েছেন। ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
সকাল ১০টা পর্যন্ত জেলা সদরের অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। বেলা ১২টা নাগাদ কয়েকটি কেন্দ্রে ২৫ শতাংশ ভোট সংগৃহীত হওয়ার তথ্য পাওয়া গেছে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সকাল ৮টায় সরকারি শিশু প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শানে আলম এবং সাড়ে ৮টায় কমলছড়িমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি সমর্থিত প্রার্থী কংচাইরী মগ ভোট দিয়েছেন। তারা দুজনই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান।
জেলা প্রশাসক মো. মাসুদ করিম ও পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)