সাতক্ষীরা প্রতিনিধি : জেলার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বরত ২০ প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

এ সব কর্মকর্তার অনেকেই নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছানোর পর তাদের প্রত্যাহারের খবর জানতে পারেন। হঠাৎ প্রত্যাহারের বিষয়টি জানতে পেরে বাধ্য হয়ে অন্যের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরে আসেন তারা। এ সব প্রিসাইডিং কর্মকর্তার অনেকেই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমতাজ বেগম প্রত্যাহারের বিষয়টি নিশ্চত করে দ্য রিপোর্টকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের জায়গায় অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কী অভিযোগ তাদের প্রত্যাহার করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)