নাদাল ও সেরেনার জয়
দ্য রিপোর্ট ডেস্ক : জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পরাজয়ের তেতো স্বাদ নিয়ে কোর্ট ছেড়েছিলেন র্যাংকিংয়ের ১ নাম্বার তারকা রাফায়েল নাদাল। স্পেনের এই তারকা খেলোয়াড় এখন রিও ডি জেনিরোতে। সেখানে রিও ওপেনে তার শুরুটা হয়েছে জয় দিয়ে এবং দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এদিকে, সেরেনা উইলিয়ামস দুবাই ওপেনে জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে ইনজুরিতে ছিলেন তিনি।
নারীদের র্যাংকিংয়ে সেরেনা শীর্ষে অবস্থান করছেন। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী এই ম্যাচে জয় তুলে নিতে কষ্ট করেছেন । একাতেরিনা ম্যাকারোভাকে তিনি ৭-৬ (১০-৮), ৬-০ গেমে হারিয়েছেন তিনি।
নাদাল স্বদেশি খেলোয়াড় ড্যানিয়েল গিমেনো ট্রেভারকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন । পিঠের ইনজুরি রয়েছে নাদালের। আর এজন্য তিনি খুব একটা স্বস্তি পাচ্ছেন না। এই ইনজুরি অস্ট্রেলিয়ান ওপেনেই হয়েছে।
নাদালের দৃষ্টিতে এখন ফ্রেঞ্চ ওপেন। ক্লে কোর্টে হয়ে থাকে এই টুর্নামেন্টটি। নাদাল অবশ্য ক্লে কোর্টের রাজা। ক্যারিয়ারের নবম ফ্রেঞ্চ ওপেন জয় করতে চাইবেন তিনি। অবশ্য তার আগে দু-একটি টুর্নামেন্ট খেলে নিজেকে যাচাই করে নেয়ার সুযোগ রয়েছে তার।
( দ্য রিপোর্ট/এমএ/এজেড/ফেব্রুয়ারি ১৯,২০১৪)