গৌরনদীতে বিএনপির নির্বাচন বর্জন, বৃহস্পতিবার হরতাল
বরিশাল অফিস : বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
চেয়ারম্যান (বিএনপির বিদ্রোহী) প্রার্থী লোকমান হোসেন খান ও বিএনপি সমর্থিত আবুল হোসেন অভিযোগ করে জানান, প্রশাসনের পক্ষপাতিত্ব, এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের আসতে বাধা দেওয়ায় নির্বাচন বর্জন করা হয়েছে।
প্রার্থী আবুল হোসেন জানান, ‘পক্ষপাতিত্বের এ নির্বাচনের প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।’
বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি।’
পুলিশ সুপার একেএম এহসানুল উল্লাহ জানিয়েছেন, কেন্দ্র থেকে কোনো এজেন্টকে বের করে দেওয়া হয়নি। আমার জানামতে বিএনপির এজেন্টরা সকাল ৯টা পর্যন্ত নির্বাচনকেন্দ্রে আসেননি। এ ছাড়া বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসক মো. শহিদুল আলম জানিয়েছেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচন বর্জন করার নির্দিষ্ট সময়সীমা রয়েছে। নির্বাচনের দিন নির্বাচন বর্জন করার কোনো সুযোগ নেই। কেউ নির্বাচন বর্জন করলে এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।’
(দ্য রিপোর্ট/বিএস/একে/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)