সিলেট অফিস : জেলার জৈন্তাপুর উপজেলার একটি ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলার বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। সে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থক। তার বাড়ি জৈন্তাপুর উপজেলায়।

জৈন্তাপুর থানার এসআই জয়ন্ত কুমার দ্য রিপোর্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/ইইউ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)