কলোম্বিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান বহিষ্কৃত
দ্য রিপোর্ট ডেস্ক : কলোম্বিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল লিওনার্দো ব্যারেরোকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে বহিষ্কার করা হয়।
প্রেসিডেন্ট সান্তোস জানান, দেশটির সেনাবাহিনীর দুর্নীতির তদন্ত নিয়েও মানহানিকর মন্তব্য করেছেন ব্যারেরো।
ওই দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর চারজন মেজরকেও বহিষ্কার করা হয়েছে।
ব্যারেরোর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার প্রতিবেদন প্রকাশ করে দেশটির সাপ্তাহিক ম্যাগাজিন সেমানা।
গোপনে রেকর্ড করা ব্যারেরোর একটি ফোনালাপ ফাঁস হলে তাকে বহিষ্কার করা হয়। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)