দিরিপোর্টা২৪ প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।

এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে এসই'র সাধারণ সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পায়।

বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৯৮ পয়েন্টে।

এদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৪৪৫ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ৯৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ১২ পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসই'র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৯৯টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- বেক্সিমকো লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, জিপিএইচ ইস্পাত, তিতাস গ্যাস, আইএফআইসি ব্যাংক, ইউসিবিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল, পদ্মা অয়েল, অ্যাকটিভ ফাইন কেমিকেল এবং জেনারেশন নেক্সট।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ২৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৬৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)