দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের শিশুবাগ স্কুলকেন্দ্রে ভোট দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের শিশুবাগ স্কুল ভোটকেন্দ্রে তিনি প্রবেশ করেন।

এ সময় তিনি বলেন, খুব সুন্দর পরিবেশে না'গঞ্জে ভোট গ্রহন চলছে। আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এত সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখিনি।

তিনি বলেন, আমি আশা করি, বিকাল ৪টা পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আমি আগেও বলেছি, ফলাফল যা-ই হোক আমি জনতার রায় মেনে নেব।

নারায়ণগঞ্জের ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার এবার নিজেদের মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর নির্বাচনের সুযোগ পাচ্ছেন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/এম/এআরই/এনআই/ডিসেম্বর ২২, ২০১৬)