দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
দিনাজপুর প্রতিনিধি : জেলার কাহারোল ও খানসামা উপজেলায় বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
গত জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা সাধারণ ভোটাররা এবার উৎসাহ-উদ্দীপনার মধ্যে উপজেলা নির্বাচনের ভোট প্রদান করছেন।
সকাল থেকে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দলবেঁধে ভোটকেন্দ্রে আসছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার থেকেই প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজি জানান, কাহারোল ও খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
(দ্য রিপোর্ট/এমআইআর/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)