শাবি প্রতিনিধি : বন্ধ ঘোষণার ২৪ ঘণ্টা পরই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সহস্রাধিক শিক্ষার্থীর আন্দোলন ও ক্ষোভের মুখে পড়ে ফের জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কবীর হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (বৃহস্পতিবার) থেকেই শাবির ক্লাস-পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। আর ছাত্রদের আবাসিক হল আগামী রবিবার (২৫ ডিসেম্বর) খুলে দেওয়া হবে।

এদিকে সিন্ডিকেটের নতুন এ সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিজয় মিছিল করে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জণ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সঙ্গে সাধারণ সম্পাদক ইমরান খানের গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে সিন্ডিকেট ছাড়াই ছাত্রদের আবাসিক হল ছাড়তে বাধ্য করা হয় এবং পরবর্তীতে সিন্ডিকেটের মাধ্যমে সকাল ১১টায় ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বুধবার ১টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আটকা পড়েন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, রেজিস্ট্রার ইসফাকুল হোসেনসহ অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। এছাড়া বুধবার বিকেল ৪ টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা ওই ভবনের বিদ্যুতের ও পানির লাইনও বন্ধ করে রাখেন।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/ডিসেম্বর ২২, ২০১৬)