বিডিকম-ইসার্ভগ্লোবাল এসএএস সমঝোতা স্মারক স্বাক্ষর
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে মোবাইল আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে ফ্রান্সের ইসার্ভগ্লোবাল এসএএস পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে তথপ্রযুক্তি খাতের বিডিকম অনলাইন লিমিটেড কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বুধবার উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসার্ভগ্লোবাল এসএএস ফ্রান্সে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। এর করপোরেট অফিস ২৪৪, এভিনিউ পিয়ারি ব্রসোলেট, ৯২২৪৫ মালাকফ সিডেক্স এ অবস্থিত। উভয় পক্ষের আগ্রহের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশে মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিডিকমের পক্ষ থেকে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)