‘র্যাবের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ সঠিক নয়’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘র্যাবের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ সঠিক নয়’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে বুধবার রিহ্যাব নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নিতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে হত্যা ও গুম করছে বলে অভিযোগ তোলে বিএনপি।
এ অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয়। বিএনপির দাবি অনুযায়ী অনেক কর্মকর্তা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও অভিযোগ থাকলে সে ব্যাপারে পদক্ষেপ নেবে তারা।’
তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে না। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগও সত্য নয়।’
রিহ্যাব নেতারা এ সময় মন্ত্রীর কাছে অভিযোগ করেন, যৌথ চুক্তি থাকার পরও থানায় গিয়ে ভূমি মালিক এবং ডেভেলপারদের (ভূমিতে ভবন নির্মাণকারী) বিরুদ্ধে থানায় হয়রানিমূলক অভিযোগ করা হয়। এ জন্য পুলিশের হয়রানির শিকার হতে হয় তাদের।
মন্ত্রী রিহ্যাব নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, ডেভেলপাররা ঠিকমত কাজ করে না, এ ধরনের অভিযোগ আছে।
এ বিষয়ে রিহ্যাব নেতারা বলেন, আমরা একটা সেল গঠন করব। ওই সেলে এ সব অভিযোগের তদন্ত হবে।
(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)