কুড়িগ্রামের ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের তিনটি উপজেলার ২৮২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। উপজেলাগুলো হলো উলিপুর, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী।
তিন উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণে শুরু হলেও শীতের কারণে প্রথম দিকে ভোটারের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি। তবে মহিলা ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে।
জেলা রিটার্নিং অফিসার মো. ইমতিয়াজ হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনটি উপজেলায় মোট ভোটার রয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ১৯৪ জন। এর মধ্যে মহিলা ভোটার দুই লাখ ৭৫ হাজার ৫৯২ ও পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৬০২ জন।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/এমএআর/এএইচ/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)