লালমোহনে শান্তিপূর্ণ নির্বাচন
ভোলা প্রতিনিধি : শান্তিপূর্ণ পরিবেশে ভোলার লালমোহনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক বেশি। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে লালমোহনে ভোটগ্রহণ চলছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোলার সহকারী পুলিশ সুপার মাহাফজুর রহমান জানান, লালমোহনের নির্বাচনে ভোটার, রিটার্নিং অফিসার, এজেন্টসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও ১০টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ নিরাপত্তা নিশ্চিত করছে।
(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)