মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তিনজন আহত হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বন্দর গ্রামের বিএনপি সমর্থক আজাদ, ইলিয়াস ও ওহাব। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান- বিএনপি সমর্থকরা কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বিএনপির তিন সমর্থক আহত হয়। পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘কেন্দ্র থেকে ৪শ’ গজ দূরে ছোট একটি সমস্যা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন কেন্দ্রে জামায়াত-বিএনপি সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’

(দ্য রিপোর্ট/এএকে/এফএস/এমডি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)