মানিকগঞ্জ : জেলার সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শাহাদত হোসেন (১৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুজাহিদুল ইসলাম বুধবার দুপুরে এই দণ্ডাদেশ দেন।

শাহাদত ওই উপজেলার কালিয়াকৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা দ্য রিপোর্টকে জানান, সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবাইদুর রহমান তার দলবল নিয়ে ভোটকেন্দ্রে এসে কেন্দ্র দখল করে জাল ভোট দিতে থাকে। এক সময় ভ্রাম্যমাণ আদালত এসে শাহাদতকে আটক করে। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনইউএস/কেএন/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)