মোহনপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, মজিনার পরির্দশন
রাজশাহী অফিস : রাজশাহীর মোহনপুরে বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসন্ত কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজিনা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সারাদেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে। এরই অংশ হিসেবে তিনি পর্যবেক্ষক হিসেবে মোহনপুরের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, নির্বাচন শেষে পর্যবেক্ষণের মূল্যায়ন জানানো হবে।
শুরুতেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে।
ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন সেনা সদস্যরা। পুলিশ ও র্যাবের পাশাপাশি ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় রয়েছে বিজিবি সদস্যরা। কাজ করছেন আনসার বাহিনীর নারী ও পুরুষ সদস্যরাও। তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কোনো ভোটকেন্দ্র থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে।
রাজশাহী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সকাল থেকে মোহনপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
মোহনপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা এক লাখ ১৫ হাজার ৫৩৫ জন। এর মধ্যে ৫৬ হাজার ৮০০ পুরুষ এবং ৫৮ হাজার ৭৩৫ নারী ভোটার রয়েছেন। মোট ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০টি। ৩৫৩টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাত প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে দুজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন উপজেলা সভাপতি ও রাজশাহী মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সালাম (দোয়াত কলম) ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আবদুস সামাদ (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ (টিউবওয়েল) এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম (বই)। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগ সভানেত্রী জোসনা আরা খাতুন (ফুটবল) ও জাতীয় পার্টির বানেছা বেগম লড়ছেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)