গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/19/mosarof1.jpg)
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা নির্বাচনে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘মন্ত্রী মোশাররফ তার অনুসারী আওয়ামী লীগের অপর প্রার্থী শেখ আতাউর রহমানকে বিজয়ী করতে আমার ভোটারদের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট প্রদানে বাধা দিচ্ছেন।’
মীরসরাইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)