নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাবেদ আহমেদের দুই সমর্থককে অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ। উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ তারা আটক হন।

আটকেরা হলেন- এনামুল হক ও শরীফ আহমেদ। বুধবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. ফিরোজ মুন্সি বলেন, ‘আটকরা প্রার্থী জাবেদ আহমেদের সমর্থক বলে জানিয়েছে। তাদের নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমপিএম/একে/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)