নকআউটে রিয়াল-বায়ার্ন-ম্যানসিটি
দিরিপোর্ট২৪ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্ব নিশ্চিত করেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ, প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
বুধবার ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল মাদ্রিদ। ড্র হলেও লিগের আগের তিন ম্যাচে জেতা রিয়ালের নকআউট পর্বে উঠতে বাধা নেই।
জয় না পেলেও সিরি ‘এ’ ক্লাবটির বিপক্ষে সমানে সমানে লড়েছে রিয়াল। খেলায় একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর পর্তুগিজ উইঙ্গারের ক্রস থেকে বাকি গোলটি করেন গ্রেরেথ বেলে।
এর মধ্যদিয়ে গ্রুপ পর্বে আটটি গোল করে রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো। তার আগে এই কৃতিত্ব দেখান রুড ফন নিস্টারুই (২০০৪-০৫), হারমান ক্রেসপো ও ফিলিপ্পো ইনজাগি (২০০২-০৩)।
ড্র ম্যাচেও রেকর্ড হওয়ায় খুশি রোনালদো। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের দারুণ একটি মুহূর্ত। রেকর্ড নিয়ে আমি চিন্তিত নই। কারণ এটি প্রকৃতিগতভাবেই আসে।’
রোনালদোর মতো চিন্তার কারণ নেই ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের। যদিও রবিন ফন পার্সি পেনাল্টি মিস করায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। তাতেও সমস্যা নেই ইংলিশ ক্লাবটির। কারণ গ্রুপের শীর্ষ দল হিসেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
ম্যানইউ ড্র করলেও বড় ব্যবধানে জিতেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিক গোলে ম্যানচেস্টার সিটি ৫-২ ব্যবধানে জিতেছে সিএসকে মস্কোর বিপক্ষে। আর বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া প্লজনকে।
(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)