চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে যুবক খুন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বিয়ের অনুষ্ঠানে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) রাতে স্থানীয় বিহারি কলোনিতে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সোমবার সকালে দুই যুবককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর বি-ব্লক ট্রেড স্কুলসংলগ্ন বিহারি কলোনিতে বিয়ের অনুষ্ঠানে নাচ-গান চলাকালে এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নিহত হন। ছুরিকাঘাতে আহত রকি নামের একজনকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা বাদী হয়ে সোমবার হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানায় পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর আমরা দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।
তিনি বলেন, যারা সংঘর্ষে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এইচ/এম/ডিসেম্বর ২৬, ২০১৬)