সিনেটে চোখ রোমারিওর
দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলের ফুটবল কিংবদন্তী রোমারিও এখন কংগ্রেসম্যান। তিনি ঘোষণা দিয়েছেন, চলতি বছরের অক্টোবরে ব্রাজিলে সিনেটের (সিনেট সিট) সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ও ১৯৯৪ বিশ্বকাপ জয়ী রোমারি গ্লোবো নিউজে এই মনোবাসনার কথা প্রকাশ করেছেন।
৪৭ বছর বয়সী রোমারিও ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টির (পিএসবি) ল’মেকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন ২০১০ সালে।
রোমারিও রিও ডি জেনিরোর জন্য কিছু করতে চান। চলতি বছরের জুনে ফুটবল বিশ্বকাপ রয়েছে ব্রাজিলে। এ ছাড়া ২০১৬ সালে অলিম্পিক রয়েছে রিওতে।
(দ্য রিপোর্ট/এমএ/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)