মেহেরপুর সংবাদদাতা : জেলার সদর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুলের পোলিং এজেন্ট আজাহার আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে অবশ্য জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দিয়েছেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ফরিদ উদ্দিন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এএকে/কেএন/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)