সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে হুমায়ন কবির (২২) নামে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

হুমায়ন কবিরের বাড়ি উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামে। তার বাবার নাম আয়ুব আলী।

কলারোয়া থানার এসআই সাবুর আহমেদ জানান, যুবলীগ নেতা জজ মিয়া হত্যা মামলার আসামি শিবিরকর্মী হুমায়ন কবিরসহ কয়েক জন দুপুরে ক্ষেত্রপাড়া এলাকায় কপোতাক্ষ নদের ধারে গোপন বৈঠক করছিলেন। পুলিশ অভিযানে গেলে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ আত্মরক্ষার্থে সাত রাউন্ড গুলি ছুড়ে। এতে হুমায়ন গুলিবিদ্ধ হন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।

(দ্য রিপোর্ট/এমআরইউ/একে/এএইচ/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)