মিউজিক জংশনে আব্দুল জব্বার
দ্য রিপোর্ট প্রতিবেদক : লাইভ মিউজিক জংশন অনুষ্ঠানে বৃহস্পতিবার গাইবেন আব্দুল জব্বার। বাংলা চলচ্চিত্রে প্রবাদপ্রতীম এই শিল্পী শোনাবেন তার কালজয়ী কিছু গান।
সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়, তুমি কি দেখেছো কভু, পিচঢালা এই পথটারে ভালোবেসেছি, ওরে নীল দরিয়াসহ অনেক জনপ্রিয় গানের শিল্পী আব্দুল জব্বার।
মিউজিক জংশনের এবারের আসরে তিনি তার ভক্তদের উদ্দেশে গান পরিবেশন করবেন। তার পাশাপাশি নিজের সঙ্গীত জীবনের কথাও ভাগাভাগি করে নেবেন।
সরাসরি গানের এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন সাইফউদ্দিন রিফাত।
চ্যানেল নাইনে রাত এগারটা ৫০ মিনিটে প্রচার হবে লাইভ স্টুডিও কনসার্ট লাইভ মিউজিক জংশন।
(দ্য রিপোর্ট/আইএফ/আরকে/এএইচ/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)