দ্য রিপোর্ট প্রতিবেদক : বগুড়ার সামাজিক বনাঞ্চলের সাবেক বন সংরক্ষক মো. ফারুক হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের চেয়ারম্যান ইতোমধ্যেই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ অনুসন্ধান পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন। দুদক সূত্র দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানায়, মো. ফারুক হোসেন দুর্নীতি ও ঘুষের অর্থে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট ক্রয় করেছেন। তিনি বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা গচ্ছিত রেখেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন জেলায় নামে-বেনামে প্রচুর জমি ক্রয় করেছেন।

অভিযোগটি দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুসারে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালকের অধীনস্থ একজন অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগপূর্বক অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)