হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় ৪০ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৪ জন সাধারণ সদস্য ও ৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জামানত বাজেয়াপ্তরা হলেন-১নং ওয়ার্ডে (আজমীরীগঞ্জ) প্রসেনজিৎ সরকার, ইসমাইল মিয়া, ২নং ওয়ার্ডে (বানিয়াচং) আব্দুল আলীম, আশরাফ আলী, ছায়েব আলী, মুজিবুর রহমান, শাহাব উদ্দীন, ৩নং ওয়ার্ডে (বানিয়াচং) আমিরুল ইসলাম আখনজি, সবুর মিয়া, আরজু মিয়া, ৪নং ওয়ার্ডে (নবীগঞ্জ) গৌতম দাশ, নুরুল আমীন পাঠান, ফয়সল আহমেদ, গোলাম হোসেন রাব্বানী, ৫নং ওয়ার্ডে (নবীগঞ্জ) আজিজু রহমান চৌধুরী, আব্দুল মুহিত, ৬নং ওয়ার্ডে (নবীগঞ্জ-বাহুল আংশিক) এম এ আহমদ আজাদ, ৭নং ওয়ার্ডে (বাহুবল) মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়া, ৮নং ওয়ার্ডে (হবিগঞ্জ সদর) গোলাম ফারুক, জহিরুল ইসলাম সেলিম, জহিরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ-৯ নং ওয়ার্ডে (হবিগঞ্জ সদর) ছফিল মিয়া, আবুল কামালম বাবুল, ১০নং ওয়ার্ডে (শায়েস্তাগঞ্জ) এম এ জব্বার, ১১নং ওয়ার্ডে (লাখাই) কাউছার আহমেদ, জাহারুল ইসলাম তাউছ, সিরাজুল ইসলাম, ১৪নং ওয়ার্ডে (মাধবপুর) জামাল মো. আবু জাহির, শাহীন মিয়া মহালদার মনির, আজিজ মিয়া, মিনহাজ উদ্দিন খান, শফিউল আলম ফরহাদ, সৈয়দ রেজাউল মোস্তাফা, ১৫নং ওয়ার্ডে (মাধবপুর) মিজানুর রহমান ও জয়নাল আবেদীন।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ডের আয়েশা আক্তার লাকী, ইসমত আরা বেগম, দিলারা আক্তার শিউলী ও ৫ নং ওয়ার্ডে লায়লা নুর।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমকে/ডিসেম্বর ২৯, ২০১৬)