মেহেরপুর প্রতিনিধি : বয়সের ভারে ন্যূব্জ। চামড়ায় ভাঁজ। সাদা চুল। কিন্তু দৃষ্টিশক্তি প্রখর। মনোবল তীব্র। এমন অদম্য শক্তি নিয়ে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে স্কুলসেরা হয়েছেন ষাটোর্ধ্ব বাছিরন নেছা।

বাছিরন নেছা মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং একই গ্রামের মৃত রহিল উদ্দিনের স্ত্রী। ৬৫ বছর বয়সী বাছিরন নেছা পরীক্ষায় জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বাছিরনের পরীক্ষায় পাশ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুলশিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। এদিকে বাছিরনের পাসের খবরে তার গ্রামে ছুটে যান মেহেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। তিনি বাছিরন নেছাকে মিষ্টি মুখ করান।

জেলা শিক্ষা বিভাগ জানায়, বাছিরনের এমন দৃষ্টান্ত দেশের বয়স্ক শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করবে।

(দ্য রিপোর্ট/এপি/ডিসেম্বর ২৯, ২০১৬)