অপহরণের ১৯ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
সাভার সংবাদদাতা : সাভারে অপহরণের ১৯ দিনেও স্কুলছাত্রী জান্নাত বিনতে আমিনকে (১৫) উদ্ধার করতে পারেনি পুলিশ।
জান্নাত সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার আমিনুল ইসলাম আমিনের মেয়ে। সে সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
অপহৃতের বাবা আমিনুল ইসলাম জানান, ১ ফেব্রুয়ারি সকালে সাভারের ব্যাংক কলোনি বাসা থেকে জান্নাত স্কুলের উদ্দেশে রওয়ানা দেয়। ব্যাংক কলোনি এলাকার পালপাড়া মোড়ে পৌঁছলে একই এলাকার লোকমান ও আপনসহ ৫-৬ জন যুবক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় লোকমান ও আপনের নাম উল্লেখসহ ছয়জনের নামে একটি মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক খালেদ হক দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)