নাটোর প্রতিনিধি : নাটোর সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ভোলা ‘ঘোড়া প্রতীক’ নিয়ে তিন কেন্দ্রের ভোট স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। কারচুপি ও তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে বুধবার বিকেল ৩টার দিকে তার নিজ চেম্বারে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

স্থগিত ৩ কেন্দ্র হল- কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাছিয়ারকান্দি ও আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আনন্দনগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রশীদ তার কেন্দ্রে অন্যকোনো এজেন্ট না থাকার কথা স্বীকার করে বলেন, ‘তার সামনে কাউকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়নি, বরং কেন্দ্রের বাহিরে সমস্যার কারণে হয়ত তারা আসতেই পারেননি।

কালিনগর ও নাছিয়ারকান্দি কেন্দ্রে সাধারণ ভোটাররা বলেছেন, ‘সম্প্রতি খুন হওয়া আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থিত লোকজন নিজেরাই প্রায় সবার ভোট দিয়ে দেওয়ায় তাদের আর কেন্দ্রে ভোট দিতে যেতে হয়নি।’

সিংড়া উপজেলা নিবার্হী অফিসার সালমা খাতুন বলেছেন, ‘অভিযোগ সঠিক নয়, এ সব কেন্দ্রে কোনো অনিয়ম হয়নি, কেন্দ্র দুটিতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/এসআই/এফএস/এমসি/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)