সিটিভির সম্প্রচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম অফিস : অবশেষে দৈনিক ৬ ঘণ্টার সম্প্রচারে এলো বাংলাদেশ টেলিভিশন চট্টাগ্রাম কেন্দ্র(সিটিভি)।
শনিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটিভির ৬ ঘণ্টার সম্প্রচার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অন্য মন্ত্রীরা।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর সিটিভি প্রতিষ্ঠা করা হয়। যাত্রার পর থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র জাতীয় সম্প্রচারের মুখ দেখেনি এক যুগ। ২০০৮ সাল থেকে বিটিভির জাতীয় সম্প্রচারে মাত্র ৩০ মিনিট পায় সিটিভি। এর আগ পর্যন্ত কেবল আঞ্চলিকভাবেই সম্প্রচারিত হতো এর অনুষ্ঠানমালা। যাত্রার ২০ বছর পর এবার ছয় ঘণ্টার স্যাটেলাইট চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ হলো সিটিভি।
শনিবার গণভবন থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ৬ ঘণ্টার সম্প্রচারের উদ্বোধনের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশিদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ কমিশনার ইকবাল বাহার, জিএম মনোজ সেনগুপ্তসহ সিটিভির কর্মকর্তারা।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর যাত্রার শুরুর থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মূল অনুষ্ঠান ছিল এক ঘণ্টার। টেরিস্ট্রিয়ালে বিটিভিতে সেই অনুষ্ঠান দেখার সুযোগ পেত চট্টগ্রামবাসী। পাঁচ মিনিটের বুলেটিনে স্থানীয় সংবাদসহ এতে চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, টকশো, অভিনয়সহ নানা অনুষ্ঠান প্রচারিত হতো। এই পুরো সময়টিতেই বিটিভির ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানের মাঝখানে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে প্রচারিত হতো।
(দ্য রিপোর্ট/এইচ/এআরই/ডিসেম্বর ৩১, ২০১৬)