যশোর অফিস : স্কুল শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা মামলায় অভিযুক্ত গাড়িচালক ইস্রাফিল ও হেলপার মহররমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রণব কুমার হুই বুধবার তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার সকাল ১০টায় তারা যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার রাত ৮টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় স্কুলশিক্ষার্থীবাহী পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত ও অর্ধশত আহত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগর থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।

(দ্য রিপোর্ট/একে/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)