লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, বিএনপি সমর্থিত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান, গণসেবা আন্দোলনের মাওলানা মো. এমরানুজ্জামান ও উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মাসুদুজ্জামান।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত এমডি কামরুল ইসলাম, বিএনপি সমর্থিত এস এম আবু হায়াত সাবু, জামায়াতে ইসলামের মো. আলমগীর হোসাইন, ও আওয়ামী লীগের শাহ মইনুল ইসলাম বিপ্লব।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত সালেহা বেগম, আওয়ামী লীগের সমর্থিত শাহানার শারমিন লাকী, আওয়ামী লীগের সাজেদা বেগম ও জাহানারা বেগম।
মনোনয়নপত্র জমাদানকালে লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, ‘আমিই বিএনপির দলীয় প্রার্থী। কথিত কাউন্সিলের নামে প্রতারণা করা হয়েছে। দলীয় অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গে রয়েছেন।’
উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ঘোষিত তফসিল অনুয়ায়ী এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)