নোয়াখালী প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপজেলা নিবার্চনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত সোনাইমুড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ জন, কেন্দ্র সংখ্যা ৮০ ও বুথের সংখ্যা ৪৮৩টি। দেশের প্রধান দুই রাজনীতিক দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার রুহুল আমিন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আফম বাবুল। ১৯ দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল হক, সাখাওয়াত হোসেন, আবুল কাসেম প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান দুইদল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকায় দলের নীতি নির্ধারক ও তৃণমূল নেতাকর্মীরা বিপাকে পড়েছেন। প্রার্থীদের কারও বেলায় গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে প্রশ্ন উঠেছে।

দুই দলেরই সাধারণ সমর্থকদের প্রত্যাশা একক প্রার্থী দিলে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং নির্বাচনে জয়লাভ করা সহজ হবে।

(দ্য রিপোর্ট/এইউএম/এমএইচও/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)