চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাইল্যার বিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মসজিদ-মাদ্রাসাসহ শতাধিক ঘর। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে সোমবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দায়িত্বরত টেলিফোন অপারেটর বিশ্বান্ত বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিটের ৫টি ইউনিটের ১৭টি গাড়ি আগুণ নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদরাসা, শতাধিক কক্ষের বস্তি ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুপুরে ঘটনাস্থলে থেকে ফিরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, বস্তি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বস্তিতে ঢোকার রাস্তা একদম সরু। তাই আমাদের আগুন নিয়ন্ত্রণে প্রচুর বেগ পেতে হয়েছে। আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা চারপাশে ঘিরে একযোগে কাজ করেছি। খুব কম সময়ের মধ্যে এতো বড় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

তিনি জানান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। তবে আর্থিক ক্ষতি ৩০ লাখ টাকার মত হবে। আমরা ৫ কোটি টাকার সম্পদ রক্ষা করেছি।

ঘটনা তদন্তে আমরা তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করবো। মঙ্গলবার থেকে কমিটি তদন্ত শুরু করবে বলেও জানান ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এস/এমকে/জানুয়ারি ০২, ২০১৭)