দ্য রিপোর্ট প্রতিবেদক : আগের বছরের তুলনায় ২০১৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬.৫৮ শতাংশ মূল্য আয় অনুপাত (পিই) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের শুরুতে পিই ছিল ১৫.২৩ পয়েন্ট। বছর শেষে তা দাড়িয়েছে ১৪.২৯ পয়েন্টে। এ হিসেবে পিই কমেছে ০.৯৪ পয়েন্ট বা ৬.৫৮ শতাংশ।

খাতওয়ারী পিই পর্যালোচনা করলে দেখা গেছে, ব্যাংকিং খাতের পিই ৮.১৪ ও মিউচ্যুয়াল ফান্ডের পিই ৯.৫৩ পয়েন্টে অবস্থান করছে। যা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত রয়েছে বলে ডিএসই কর্তৃপক্ষের দাবি৷ এছাড়া সামগ্রিক বাজারের ১৪.২৯ পিই’কে খুবই কম বলে দাবি৷

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ০২, ২০১৭)