বৈরুতে আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ৮০
দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। রাজধানীর দক্ষিণাঞ্চলে এ ঘটনাটি ঘটে। খবর : বিবিসি ও আলজাজিরার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত কুয়েত দূতাবাস ও ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে ওই দুই আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৪ জন নিহত হন। ওই হামলায় আশপাশের ভবন ও দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া রাস্তায় থাকা পাশের যানবাহনগুলোতেও আগুন ধরে যায়।
আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেড নামে আল কায়েদার সঙ্গে যুক্ত এক সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। গত নভেম্বরেও ইরানি সাংস্কৃতিক কেন্দ্রকে লক্ষ্য করে সিরিজ বোমা হামলা চালায় আল কায়েদা।
প্রসঙ্গত, বৈরুতের দক্ষিণ শহরতলীর ওই এলাকাটি প্রধানত শিয়া ইসলামী সংগঠন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি।
(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)