দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ায় এক অস্ট্রেলিয়ান খ্রিষ্টান ধর্মপ্রচারককে আটক করেছে দেশটির পুলিশ। জন শর্ট নামের ৭৫ বছর বয়সী ওই ধর্মপ্রচারক সম্প্রতি এক পর্যটক দলের সঙ্গে দ্বিতীয়বারের মত কোরিয়ায় গিয়েছিলেন। এ ভ্রমণে ধর্মপ্রচারের সময়ই তাকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে আটক করা হয়। খবর : বিবিসির।

ওই ধর্মপ্রচারকের স্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তার স্বামী প্রকাশ্যেই ধর্মপ্রচারের কাজ করতেন। তার স্বামীর সঙ্গে কোরীয় ভাষায় অনূদিত কিছু ধর্মীয় বইপত্র ছিল বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক মুখপাত্র জানান, অস্ট্রেলিয়া সরকারও বিষয়টি অবগত আছেন। তবে উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সুইজারল্যান্ডের মধ্যস্থতায় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে অস্ট্রেলিয়া।

এ ঘটনার আগে উত্তর কোরিয়া সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেথ বে নামের আরেক খ্রিষ্টান ধর্মপ্রচারককে আটক করে। মার্কিন ওই নাগরিককে এক বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)