চট্টগ্রামের ৪ শিল্পপতির জামিন
বিশেষ প্রতিনিধি : চেক জালিয়াতি মামলায় চট্টগ্রামের চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় তাদের জামিন দিয়েছে আদালত।
মহানগর ও স্পেশাল ট্রাইব্যুনালের (১) বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে বুধবার দুপুরে স্বশরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন নূরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ এবং তার ভাই একই প্রতিষ্ঠানের পরিচালক ও একই গ্রুপের মেসার্স জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতা, এস এ গ্রুপের সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবউদ্দিন আলম এবং তার স্ত্রী একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াসমিন আলম।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে চারজনের জামিন মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, শুনানি শেষে আদালত চারজনের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিভিন্ন ব্যাংকের দায়ের করা মামলায় মঙ্গলবার ওই চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)