ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের শহরতলী সদর উপজেলার ভাটি বাড়েরা গ্রামে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রফিকুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত রফিকুলের ভাই জিয়ারুল ইসলাম ও প্রতিপক্ষ লিটনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ লিটনসহ দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সদর উপজেলার ভাটি বাড়েরা গ্রামের রফিকুল ইসলামের সাড়ে ১৬ শতাংশ জমি নিয়ে তারই চাচাতো ভাই লিটনের সঙ্গে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বিরোধপূর্ণ জমি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশও হয়। কিন্তু তাতেও বিরোধ নিষ্পত্তি হয়নি। বুধবার দপুরে চাচাতো ভাই লিটন ও তার সঙ্গীরা দা-রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুলকে হামলা করলে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লিটন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এপি/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)