বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকায় বুধবার সকালে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা সীমান্তের ২২নং পিলার সংলগ্ন এলাকা থেকে দুই হাজার চারশ’ ২০ বোতল ফেনসিডিল ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)