দ্য রিপোর্ট ডেস্ক : লিওনেল মেসিকে অবৈধভাবে রুখে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিস। পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। মেসি ৫৪ মিনিটে কাতালানদের প্রথম গোলের স্বাদ এনে দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে দারুণ জয় পেয়েছে বার্সা।

কিন্তু ভিডিওতে দেখা গেছে, ডেমিকেলিস বক্সের বাইরে ফাউল করেছেন। তবে মেসি বক্সে গিয়ে পড়ে ছিলেন। আর এই নিয়ে চটেছেন সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। ডেমিকেলিসকে লাল কার্ড দেওয়া হয়েছিল। ফলে ১০ জনের দলে পরিণত হয়েছিল সিটি।

বার্সেলোনা ২-০ গোলে জয় তুলে নিয়ে প্রথম লেগে এগিয়ে রয়েছে। সংবাদ সম্মেলনে পেলেগ্রিনি মনের কথা গোপন করেননি। ইতিহাদ স্টেডিয়ামে বার্সেলোনা সুইডিশ রেফারি জোনাস এরিকসনের সহায়তা পেয়েছে এমন দাবি করেছেন এই চিলিয়ান কোচ। পেলেগ্রিনি দাবি করেছেন, ২ দল সমান সুযোগ পায়নি। পেলেগ্রিনি বলেছেন, ‘রেফারি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বার্সেলোনার পক্ষে ছিলেন।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)