চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর এ কে খাঁন গেটে একটি বহুতল ভবনে জেনারেটর বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। এতে গ্রীণ টাওয়ার নামে ভবনটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ১ ঘণ্টা চেষ্টার পর দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ভবনে আটকা পড়া দেড়শ জন লোককে উদ্ধার করা হয়। তবে আগুনে পুড়ে গেছে ৩টি মোটরসাইকেল, জেনারেটর ও বৈদ্যুতিক মিটার। ভেঙে পড়ে দরজা ও জানালায় লাগানো গ্লাস।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর ভবনের লিফট ছিড়ে গেছে মনে করে ৯তলা ভবনটিতে বসবাসকারী ৩৭টি পরিবারের প্রায় দেড়শ মানুষ আটকা পড়ে। আগুনের কারণে সিড়ি দিয়ে তারা নিচে নামতে পারছিল না।

অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা রেসকিউর মাধ্যমে আটকা পড়া নারী, পুরুষ ও শিশুদের অক্ষতভাবে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেনারেটর বিস্ফোরিত হয়ে পশ্চিম ফিরোজশাহ কলোনীর (আল আমিন হাসপাতালের) গ্রীণ টাওয়ার নামে ৯তলা ভবনের নিচতলায় আগুন লাগলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ৩৭ পরিবারের লোকজন আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ভবনে আটকা পড়া লোকজনকে উদ্ধার করে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রক্ষা করা হয়েছে ৮ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/জানুয়ারি ০৩, ২০১৭)