ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/19/Mymensingh11.jpg)
ময়মনসিংহ প্রতিনিধি : জেলা ছাত্রদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রোকনের মুক্তির দাবিতে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে এক সমাবেশ করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রদলের সভাপতি রুকনুজ্জামানের মুক্তি দাবি করেন। সমাবেশে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম মোশারফ হোসেন। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- নগর বিএনপি নেতা অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, কাজী রানা, শাহ শিব্বির আহাম্মদ বুলু, নজরুল ইসলাম ভূঁইয়া, কায়কোবাদ মামুন, রতন আকন্দ, মাহবুবুল আলম, এনামুল হক আকন্দ লিটন, মনসুরুল আলম চন্দন, স্বেচ্ছাসেবক দলের রফিকুল আলম শামীম, যুবদলের মোজাম্মেল হক টুটু, রিয়াজুল কবির মামুন, জগলুল হায়দার, সালাউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)