বরেন্দ্র জাদুঘর উন্নয়নে ৮৫ হাজার ডলার অনুদান মজিনার
রাজশাহী অফিস : রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী বরেন্দ্র জাদুঘরের সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি জাদুঘরের বাহ্যিক উন্নয়ন কাজের জন্য ৮৫ হাজার ডলার অনুদান প্রদানের ঘোষণা দেন।
বাহ্যিক সংস্কার কাজের ভেতর আরও যে বিষয়গুলো থাকছে তা হল- সীমানা প্রাচীর, বিদ্যুৎ সরবরাহের স্থান, গার্ড রুম, টিকেট কাউন্টার, ভবনের বাইরের এলাকা এবং অভ্যন্তরীণ আঙ্গিনার সংস্কার যেখানে বৌদ্ধস্তূপ ও হস্তনির্মিত বস্তুগুলো রয়েছে। মজীনা বলেন, ‘আমি বাংলাদেশের ৬৪টি জেলার সব ক'টি ঘুরে দেখার আকাঙ্ক্ষা নিয়ে সাতক্ষীরা থেকে সিলেট, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবখানে ঘুরে বেড়িয়েছি। আমি যেখানেই যাই সবখানেই একই জিনিস দেখি। আমি দেখি যে এই দেশটি সত্যিকার অর্থে কতটা সমৃদ্ধ, কতটা আশীর্বাদপুষ্ট। আমি সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ দেখি। আমি চমৎকার মানুষ দেখি, আর আমার মতে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। আর আমি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেখি। এখানকার মত আর কোথাও এই ঐতিহ্যের এত নিদর্শন দেখা যায় না।’
মজিনা আরও বলেন, ‘এই বরেন্দ্র গবেষণা জাদুঘরে যেখানে দুই হাজার বছরেরও পুরনো প্রাচীনকালের বাংলাদেশের ঐতিহ্যের নিদর্শনের চিহ্ন পাওয়া যায়। বিশ্বব্যাপী অমূল্য হিসেবে আখ্যায়িত পুরাতাত্ত্বিক বস্তুতে পরিপূর্ণ এই জাদুঘরটি একটি চমকপ্রদ স্থান।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারোয়ার জাহান সজল, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর সুলতান আহমেদ ও প্রফেসর এমিরেটাস এবিএম হোসেন।
পরে ড্যান ডব্লিউ মজিনা জাদুঘর ঘুরে দেখেন। এ সময় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তার সঙ্গে ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)