কুড়িগ্রামে ৩ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
কুড়িগ্রাম প্রতিবেদক : কুড়িগ্রামের উলিপুর, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলায় ২৮২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনার কাজ।
৩ উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি।
জেলা রিটানিং অফিসার মো. ইমতিয়াজ হোসেন জানান, এবারের উপজেলা নির্বাচনে ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছে। সবগুলো কেন্দ্রে এখন ভোট গণনার কাজ চলছে। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ১শ’ ৯৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ২ লাখ ৭৫ হাজার ৫শ’ ৯২ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৬শ’ ২ জন। উপজেলাগুলোতে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনী টহল অব্যাহত রয়েছে।
(দ্য রিপোর্ট/জেআই/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)