রাজশাহী অফিস : রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে বুধবার দুপুরে ছাত্রদল ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিক্ষুব্ধরা এ সময় চেয়ার, টেবিল, বেঞ্চ ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) এ টি এম শাহীন আহমেদ দ্য রিপোর্টকে জানান, দুই দলের উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ছাত্রদল-ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা ক্যাম্পাসে নেই। তবে সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

ছাত্রমৈত্রীর কলেজ শাখার সভাপতি রুহুল আমিন জানান, তার নেতৃত্বে প্রতিদিনের ন্যায় নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিতভাবে পেছন থেকে ইট-পাটকেট ছুড়ে এবং ধাওয়া দেয়। পরে তারা ক্যাম্পাসে ভাঙচুর চালায়।

তবে কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসানের অভিযোগ, দলীয় টেন্টে বসে থাকার সময় ছাত্রমৈত্রীর নেতা রুহল আমিন ও মুরাদের নেতৃত্বে ২০-২৫ নেতাকর্মী মিছিল নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় আমাদের বসে থাকা নেতাকর্মীদের ওপর তারা হামলা চালায়। পরে ছাত্রমৈত্রীর কর্মীরা চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)